Tabs

পাঁচমেশালি

সোমবার, ১১ই জুন, ২০১৮
নতুন রামকৃষ্ণ

লালমোহনবাবু: ভাই তপেশ, একটা প্রশ্ন করি তোমায়। এটা তোমার দাদাকে জিজ্ঞাসা করা ছ‍্যাবলামো হয়ে যাবে।

তোপসে: বলুন।

"আজ কাগজে একটা বিজ্ঞাপনে দেখলুম জিতকে সুলতানের লুকে দেখে কারো কারো নাকি ঠাকুর রামকৃষ্ণের মত লাগছে। আচ্ছা এইসব কল্পনাপ্রবণ আবালবৃদ্ধবনিতার কি মা কালীর কাছে স্বপ্নে ব্রম্ভতালুতে চাঁটি খাবার প্রবল সম্ভাবনা আছে?"

"হা হা হা, আপনার রসবোধটা না দিন দিন....। তবে কানের কাছেও একটা হাইলি এফেক্টিভ পয়েন্ট আছে। অল্টারনেটিভলি চাঁটিটা ওখানেও পড়তে পারে ছোকরা-ছুকরি হলে।"


#Jeet  #SultanTheSaviour  #BanglaCinema  #Spoof  #SatyajitRay  #লালমোহনবাবু  #তোপসে

No comments:

Post a Comment

Please do not post any abusive comments here. All comments will be moderated before publishing.